Basic Computer Knowledge Course Dca Chapter 2 Microsoft Office Word

Basic computer knowledge course

Basic Computer Knowledge Course dca Chapter 2

Basic Computer Knowledge Course Diploma In Computer Application Chapter 2 Microsoft Office Word

Mein Content Of This Page

আজ এই পোস্টে আমরা Diploma Cource Microsoft Office Word শুরু করতে চলেছি , মাইক্রোসফট অফিসের মধ্যে অনেকগুলো ভাগ আছে। এর প্রতিটি ভাগের আলাদা আলাদা কাজ , প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা পোস্টের মাধ্যমে আমি তোমাদেরকে শেখাবো ।

Basic computer knowledge course

Basic Computer Knowledge Course এই পোস্টে Microsoft এর প্রথম ভাগ অর্থাৎ Microsoft Office Word নিয়ে তোমাদেরকে শেখাবো :-

Microsoft Office Word কি ??

=> Office Word হল মাইক্রোসফটেরই একটি ভাগ , এই Office Word র মাধ্যমে আমরা যে কোন ডকুমেন্টস বানাতে পারি, নানারকম লেখা তাদের স্টাইল কালার সবকিছু সাজিয়ে একটি ডকুমেন্টস রেডি করতে পারি। এই Office Word র মাধ্যমে ।

A)How To Open Microsoft Office Word??(Microsoft Office Word কিভাবে অন করব ??)

=> সবার প্রথম microsoft এর সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি কম্পিউটারের মধ্যে install রাখতে হবে । এরপরে আমরা মাইক্রোসফট এর office word টি ব্যবহার করতে পারব , এই office word টি Open করার জন্য ,

First Of All, Click On The Start Button,

Next, একটু নিচের দিকে দেখলে All Program নামে একটি অপশন পাওয়া যাবে ওটাতে ক্লিক করব ।

Next, এরপরে microsoft office অপশন এ ক্লিক করব ।

Next, এরপরে office word অপশনটিতে সিলেক্ট করব তাহলে microsoft office word অন হয়ে যাবে ।

এছাড়াও এটাকে অন করার একটা শর্টকাট পদ্ধতি আছে সেটা হল স্টার্ট বাটনে ক্লিক করে সেখানে সার্চ ইঞ্জিন Winword লিখে এন্টার করলে মাইক্রোসফট office word অন হয়ে যাবে ।

B)How To Save Your Document In Office Word ? (অফিস ওয়ার্ডে যে কোন ডকুমেন্টস কিভাবে সেভ করব ?)

= > office word কোন কিছু লেখার পরে সেটা সেভ করার জন্য সবার প্রথম আমাদেরকে File Menu তে ক্লিক করতে হবে।

basic computer knowledge cource/save

এরপর , Click On Save Option ,

এরপর, ওই ফাইলটি যেকোন একটি নাম দেব ,

এরপর, Click On Save Button,

তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে এছাড়া এর কিছু শর্টকাট পদ্ধতি আছে সেগুলি হল Alt+F+S সুইচ গুলি আমরা কিবোর্ডে প্রেস করলেই সেভ হয়ে যাবে ।

এছাড়া আরো একটি সর্টকাট কী আছে সেটা হল Ctrl+ S..

C)Save As কেনো করব ?

= > কোন ফাইলস কে একবার সেভ করার পরে, পুনরায় আবার ওই ফাইলটিকে অন্য নামে এবং অন্য জায়গায় সেভ করার জন্য আমরা Save As করব ।

D)How To Save As Your Office Word Document ?

=> কোনো Document কে Save As করার জন্য সবার প্রথম File Menu তে ক্লিক করতে হবে,

basic computer knowledge cource/save as

এরপর , Save As Option এ ক্লিক করবো ।

এরপর, এরপর আমাদেরকে নতুন নাম এবং নতুন লোকেশন অর্থাৎ যে জায়গাটাই সেভ করব সেটাকে Choose করতে হবে ।

এরপরে, Save As Button এ Click Korbo..

এছাড়াও Save As করার আরেকটি অন্য শর্টকাট পদ্ধতি হলো Alt+F+A

E)How To Close Your Office Word Document ?

=> office word কোন ডকুমেন্টস কে Close করার জন্য আমরা সবার প্রথম File Menu তে ক্লিক করবো ।

এরপর , Close Option এ ক্লিক করবো।

F)How To Open Your Office Word Document ?

=> কোনো office word র Document কে ওপেন করার জন্য সবার প্রথম File Menu তে ক্লিক করবো,

basic computer knowledge cource/open

এরপর, Open Option এ Click করতে হবে,

এরপর, যে Document টা Open করবো সেটার নাম এন্টার করতে হবে ।

এরপর, Open Option এ Click করবো।

G)How To Apply Copy And Paste Of Your Office Word Document ?

=> কোনো ডকুমেন্ট কে copy paste করার জন্য সবার প্রথম যে Document বা লেখা টি Copy Paste করবো সেটাকে Select করতে হবে ( সিলেক্ট করার জন্য যেখান থেকে লেখাটা কপি হবে সেখানে Curser টি নিয়ে যাব এবং মাউসে লেফট ক্লিক থেকে হালকা চাপ দিয়ে যতটা সিলেক্ট হবে ততটা পর্যন্ত Curser টি নিয়ে গিয়ে Left Click টি ছেড়ে দেব এছাড়া সিলেক্ট করার আরেকটি পদ্ধতি হলো কিবোর্ডে Ctrl+A অর্থাৎ কন্ট্রোল এ প্রেস করতে হবে ) ,

এরপর,Home Menu তে Click করবো ।

এরপর, Copy Option এ Click করলেই আমাদের Select করা ডকুমেন্টটি কপি হয়ে যাবে,

এরপর, Curser টি কে ওই জায়গাটিতে নিয়ে যেতে হবে যেখানে আমাদের কপি করা ডকুমেন্টস টি পেস্ট করা হবে,

এরপর, আমাদেরকে Paste অপশন এ ক্লিক করতে হবে ।

Copy Paste এবং Cut Paste দুটোই একই ব্যাপার একই রকম প্রসেসের মাধ্যমে করা হয়, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে সেটা হল, কপি করলে যেখান থেকে আমি কপি করছি সেখানেও একটা কপি রয়ে যাই। কিন্তু আমরা যদি Cut করি সেক্ষেত্রে যেখান থেকে Cut করলাম সেখানে আর কোন কপি রইবে না। এই Cut Option টির আরেকটি নাম আছে সেটা হল Move.

এছাড়াও কপি পেস্ট করার একটি শর্টকাট পদ্ধতি হলো Select করতে কিবোর্ডে Ctrl+A, Copy করতে কিবোর্ডে Ctrl+C এবং Paste করতে Ctrl+V, এছাড়া Cut করার জন্য শর্টকাট কি হলো Ctrl+X..

A)কোন ডকুমেন্টসের পুরোটা সিলেট করার জন্য আমরা Ctrl+A প্রেস করি কিন্তু যদি আমি পুরোটা সিলেট করতে না চাই অল্প কিছুটা সিলেক্ট করতে চাই সে ক্ষেত্রে কি করব ??

=> এক্ষেত্রে আমরা Ctrl+A ব্যবহার করতে পারবো না । অল্প কিছুটা অংশ সিলেক্ট করার জন্য সে ক্ষেত্রে আমাদেরকে কারচারটিকে যেখান থেকে সিলেক্ট হবে সেখানে নিয়ে যেতে হবে।

এরপর, কিবোর্ডে Shift Button টি প্রেস করে এই ➡️ Key টা প্রেস করতে থাকবো যতটা পর্যন্ত আমি সিলেট করব ততটা পর্যন্ত এটা প্রেস করতে থাকতে হবে ।

H)Page Setup কেন করে ?

=> সাধারণত একটি পেজে লেখার সময় আমরা খেয়াল করব পেজটির ওপর নিচে ডানদিক বা দিক কিছু জায়গা ফাঁকা থাকে, আমরা যদি ওই ফাঁকা জায়গাটি ব্যবহার করতে চাই সে ক্ষেত্রে আমাদেরকে পেজ এটা ব্যবহার করতে হয়। এছাড়াও কখনো পেজের প্রিন্ট আউটের ক্ষেত্রে প্রবলেম হলে সেটা কি আমরা পেজ সেটআপ এর মাধ্যমে ঠিক করে নিতে পারি। এক কথায় বলতে গেলে পেজ সেটাপ হল সেই অপশন যার মাধ্যমে আমরা পুরো পেজটিকে খুব ভালো রকম ভাবে সেটআপ করতে পারি ।

A)How To Apply Page Setup On Your Office Word Document ?

=> office word র কোন ডকুমেন্টস কে Page Setup করার জন্য আমাদেরকে সবার প্রথম Page Layout Menu তে ক্লিক করতে হবে,

এরপর, একটু নিচে কোণের দিকে তাকালে খেয়াল করবে Page Setup নামে একটি অপশন আছে ওটার মধ্যে ক্লিক করব ।

এরপর, আপনার সামনে ঠিক এরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে ।

basic computer knowledge course/page setup process

এরপর, আপনাকে আপনার ইচ্ছামত পেজটি সেটআপ করতে হবে উপরে কতটা জায়গা ফাঁকা থাকবে নিচে কতটা জায়গা থাকবে ডানদিকে বাঁদিকে সবকিছু আপনাকে এখানে সেটআপ করার অপশন আপনি পেয়ে যাবেন ।

I)Print Preview কেন করব ?

=> কোন পেঁচকে প্রিন্ট করার আগে যদি আমরা দেখতে পাই যে প্রিন্ট করার পরে পেজটি কেমন হবে তাহলে খুবই ভালো হবে সেটার জন্য আমরা প্রিন্ট প্রিভিউ করব অর্থাৎ প্রিন্ট পিভি করলে আপনি প্রিন্ট করার পরে পেজটি কিরকম দেখতে লাগবে সেটা আপনি পেট করার আগেই এই অপশনটির মাধ্যমে দেখে নিতে পারবেন ।

A)How To Apply Print Preview On Your Office Word Document ?

print preview করার জন্য আমাদেরকে সবার প্রথম File Menu তে ক্লিক করতে হবে,

basic computer knowledge cource/print preview

এরপর, Print Option এ ক্লিক করতে হবে,

এরপর, Print Preview Option এ ক্লিক করতে হবে,

এরপরে আমরা চাইলে এখান থেকে ডাইরেক প্রিন্ট দিতে পারি ।

B)How To Apply Print On Your Office Word Document ?

=> কোন ডকুমেন্টস কে প্রিন্ট করা হলো খুবই সোজা , কিবোর্ডে Ctrl+ P বাটন টি প্রেস করলে পেজটি প্রিন্ট অপশন চলে আসবে , এরপরে Print Option এ Click করলেই আমাদের পেজ টি Print হয়ে যাবে।

এছাড়া প্রিন্ট করার জন্য সবার প্রথম File Menu তে ক্লিক করবো,

এরপর, এখান থেকে Print অপশনে ক্লিক করে Ok করলেই ডকুমেন্টস টি Print হয়ে যাবে।

J)Find Word এবং Replace Word কি ?

=> মনে করি আমাদের কাছে 100 টি পেজের একটি ডকুমেন্টস আছে এবং আমরা সেই ১০০ টি পেজের মধ্যে যেকোনো একটি Word ওয়ার্ড কে খুঁজতে চাইছি , তখন চাইলেই তো আর আমি ১০০ টি পেজকে একটা একটা করে দেখতে পারিনা সে ক্ষেত্রে আমার অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমরা এই সময়ে find word অপশনটি ব্যবহার করব এবং খুব সহজেই ওই ওয়ার্ডটিকে খুঁজে নেব ।

এখন মনে করি ওই একটিওয়ার যেটাকে আমি করছিলাম সেটার স্পেলিং ভুল আছে। সে ক্ষেত্রে ওই লেখাটি ১০০ টি পেজের মধ্যে যতবার লেখাটি আছে ততবারই ওটা ভুল স্পেলিং আছে , সেক্ষেত্রে আমরা রিপ্লেস ওয়ার্ড ব্যবহার করব, এই ওয়ার্ডের মাধ্যমে আমরা ওই ওয়ার্ডটি কে খোঁজার পরে নতুন করে ওয়ার্ড স্পেলিং লিখতে পারব এবং রিপ্লেস ওয়ার্ড অপশন এ ক্লিক করলে ১০০ টি পেজে যতগুলো ওই ওয়ার্ড টি ভুল ছিল সবগুলো ঠিক হয়ে যাবে ।

A)How To Apply Find Word On Your Office Word Document ?

=> Find Word করার জন্য আমাদেরকে সবার প্রথম Home Menu তে ক্লিক করতে হবে,

এরপরে, Edit Option এ ক্লিক করতে হবে ,

এরপর, Find Option এ ক্লিক করতে হবে,

basic computer knowledge cource/find

এরপর, আপনার সামনে একটি ট্যাব চলে আসবে, ওটার মধ্যে আপনি যে ওয়ার্ডটি ফাইন্ড করতে চাইছেন সে ওয়ার্ডটি লিখতে হবে এবং নিচে find word বাটান এ ক্লিক করতে হবে

এছাড়া ফাইন্ডওয়ার্ড করার শর্টকাট কি হলো Ctrl+F

B)How To Apply Replace Word On Your Office Word Document ?

=> Replace Word করার জন্য সবার প্রথম Home Menu তে ক্লিক করবো,

এরপর, Edit Option এ ক্লিক করবো,

এরপর, Replace Word option এ ক্লিক করবো,

এরপর আপনার সামনে কি ট্যাব চলে আসবে, ওটার ছবি আমি নিচে দিয়ে রাখলাম,

basic computer knowledge course/replace word process

Step ১- Replace Word কথাটির অর্থ হল একটি ওয়ার্ডের পরিবর্তে অন্য আরেকটি ওয়ার্ড বসানো, তাই যেই ওয়ার্ডটি আমরা Replace করতে চাই সেটাকে সবার প্রথম খুঁজতে হবে , তাই ফাইন্ড ওয়াড অপশনে ওয়ার্ডটি লিখে দেবো

Step ২- যে ওয়ার্ডটি বসানো হয়েছে সেটার পরিবর্তে আমরা যে ওয়ার্ডটি বসাতে চাই সেটা এই রিপ্লেসওয়াড অপশনে বসাতে হবে ।

Step ৩- এরপর আমরা যদি Replace অপশন এ ক্লিক করি তাহলে শুধু ওই ওয়ার্ডটি রিপ্লেস হয়ে যাবে অর্থাৎ বদলে যাবে ।

Step ৪- আমরা যদি Replace অপশন এ ক্লিক না করে Replace All অপশনটায় ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাদের ওই ডকুমেন্টস এ ওই ওয়ার্ডটি যতগুলো আছে সবগুলো পরিবর্তন হয়ে যাবে ।

এছাড়া Replace Word করার একটি শর্টকাট পদ্ধতি হলো কিবোর্ড Ctrl+H প্রেস করতে হবে

K)How To Apply Picture In Your Office Word Document ?

=> আমাদের লেখা ডকুমেন্টসগুলির মাঝে যদি একটা করে ছবি দেওয়া হয় তাহলে আমাদের ডকুমেন্টসটি দেখতে আরো খুব সুন্দর লাগে। এখন জানব ডকুমেন্টস এর মাঝে ছবি কিভাবে লাগাবো, ডকুমেন্টস এর মাঝে ছবি লাগানোর জন্য সবার প্রথম আমাদেরকে Insert Menu তে ক্লিক করতে হবে,

এরপরে, Picture অপশনে ক্লিক করতে হবে ,

এরপর, Clip Art অপশন এ ক্লিক করতে হবে ।

এরপর, যে ছবিটি আমরা ডকুমেন্টস এর মাঝে লাগাতে চাই সেটাকে সিলেক্ট করে নিতে হবে এবং Open বাটনে ক্লিক করতে হবে ।

এছাড়াও ছবি লাগানোর আরেকটি শর্টকাট পদ্ধতি হলো Alt+I+P+C..

L)Word Art কেন করে ?

=> আমাদের লেখা ডকুমেন্টসগুলির মধ্যে যদি সবার ওপরের হেডিং টি একটি স্টাইলিশ শ হেডিং করা যেত তাহলে হয়তো আমাদের ডকুমেন্টসটি আরো অনেক সুন্দর লাগবে । সেক্ষেত্রে আমরা অর্ডার ব্যবহার করি ।

A)How To Apply Word Art On Your Office Word ?

=> স্টাইলিশ হেডিং নিয়ে আসার জন্য সবার প্রথম আমাদেরকে Insert Menu তে ক্লিক করতে হবে,

এরপরে, Picture অপশনে ক্লিক করতে হবে,

এরপর, Word Art অপশন এ ক্লিক করব।

এরপর, আমাদের সামনে অনেক রকম স্টাইল চলে আসবে ওগুলোর মধ্যে যেকোনো একটিকে সিলেক্ট করে Ok করতে হবে, তাহলে আমাদের লেখার হেডিংটি ওই স্টাইলিশের হয়ে যাবে।

M)Drop Cap কেনো করব ?

=> আমরা রোজকার খবরের কাগজ পড়লে একটা জিনিস লক্ষ্য করি সেটা হলো কাগজের লেখাগুলির মধ্যে সবার প্রথম লাইনে প্রথম অক্ষরটি কিন্তু বড় এবং বাকিগুলো ছোট থাকে এটাকে বলে Drop Cap .

A)How To Apply Drop Cap On Your Office Word Document ?

=> Drop Cap করার জন্য সবার প্রথম যে ডকুমেন্টসটি টেক্সটাকে জব ক্যাপ করব সেটাকে সিলেক্ট করতে হবে,

এরপর, Format Menu তে ক্লিক করবো।

এরপর, Drop Cap Option এ Click করলেই একটি পেজ চলে আসবে, ওই পেজটিতে আপনাকে সেটআপ করে নিতে হবে কিভাবে আপনার Drop Cap টি দেখতে থাকবে ।

এছাড়াও Drop Cap করার একটি সহজ পদ্ধতি হলো Alt+O+D.

N)Font এবং Character Spacing কি ?

=> আমাদের ডকুমেন্টসের লেখাগুলোকে স্টাইল দেওয়ার জন্য আমরা ফন্ট অপশনটি ব্যবহার করি এবং ওই লেখাগুলির মধ্যে কতটা কি স্পেস হবে সেটার জন্য আমরা ক্যারেক্টার স্পেসিং ব্যবহার করি ।

A)How To Apply Font Style On Your Office Word Document ?

=> Font স্টাইল পরিবর্তন করার জন্য বা Font স্টাইল দেওয়ার জন্য সবার প্রথম ওই লেখাটিকে সিলেক্ট করব,

এরপর, Home Menu তে ক্লিক করবো ।

এরপর,Font Option এ ক্লিক করবো ।

basic computer knowledge cource/font

এরপরে, লেখার স্টাইল, লেখাটি মোটা হবে নাকি পাতলা, লেখাটির সাইজ কতটা থাকবে, লেখাটির মধ্যে কোন Effect হবে কিনা, লেখাটি তলায় কোন আন্ডারলাইন থাকবে কিনা এইসব অপশনগুলি দেখে নিতে হবে এরপরে শেষে Ok অপশনে ক্লিক করতে হবে।

B)How To Apply Character Spacing In Your Office Word Document ?

=> যে লেখাটির মধ্যে আমরা Space ঘুমানো বাড়ানো করতে চাইছি সবার প্রথম সেটাকে সিলেক্ট করব ।

এরপর, Home Menu তে ক্লিক করবো ।

এরপরর, Character Spacing Option এ Click করবো ।

এরপর, এরপরে স্পেস কতটা থাকবে, লেখাটির মধ্যে স্পেস এর পজিশন কিরকম হবে এগুলো সব সেটআপ করে নেওয়ার পরে শেষে ওকে অপশনে ক্লিক করতে হবে।

C)How To Apply Border In Your Office Word Document ?

=> লেখার মধ্যে border দেয়ার জন্য প্রথমে আমাদের লেখাটি select করতে হবে ,

এরপর, আবার ও FORMAT অপসন এ ক্লিক করবো ,

এরপর , BORDER AND SHADING অপসন এ ক্লিক করবো।,

এরপর , BORDER অপসন এ ক্লিক করবো,

এরপর, লেখার BORDER টি কিরকম টাইপ এর হবে ,BORDER টি কোনো BOX টাইপ এর হবে কি না ,BORDER এর STYLE কেমন হবে ,COLOR কি হবে কতটা চওড়া থাকবে লেখাটা সেগুলো সেটআপ করে শেষে OK বাটন এ ক্লিক করলে হয়ে যাবে ।

D)How To Apply Page Border In Your Office Word Document ?

=> এর আগে আমরা জানলাম লেখার BORDER কিভাবে দিতে হয় ,এখন আমরা জানবো পুরো PAGE এর BORDER কিভাবে দেব , পুরো PAGE এর BORDER দেয়ার জন্য আমাদের সবার প্রথম FORMAT মেনু তে ক্লিক করতে হবে,

এরপর , BORDER AND SHADING অপসন এ ক্লিক করতে হবে ,

basic computer knowledge course/page border

এরপর , PAGE BORDER অপসন এ ক্লিক করতে হবে ,

এরপর , PAGE BORDER এর যেকোনো একটি STYLE বেছে নিয়ে OK বাটন এ ক্লিক করতে হবে ।

E)How To Apply Shading On Your Office Word Document ?

=> SHADING করার জন্য সবার প্রথম ডকুমেন্ট টি সিলেক্ট করবো,

এরপর, FORMAT মেনু তে ক্লিক করবো ,

এরপর , BORDER AND SHADING অপসন এ ক্লিক করবো ,

এরপর , SHADING অপসন এ ক্লিক করবো ।

O)Change Case কেনো করব ?

=> অনেক সময় আমরা কোন ডকুমেন্টস একভাবে লিখে যাই পরে আবার দেখা যায় সেই লেখাগুলির মধ্যে সবগুলো বড় হাতেরও হবেনা আবার সবগুলো ছোট হাতের হবে না অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মলার লেটার এর পার্থক্য থাকে, তো সব লেখাটা লেখার পরে আমরা তো একটা একটা করে সব লেখার ক্যাপিটাল এবং স্মলার লেটার চেঞ্জ করতে পারি না সেই জন্য এক্ষেত্রে আমরা চেঞ্জ কেস পরিষেবা টি ব্যবহার করতে পারি,

এটার মাধ্যমে আমরা খুব সহজেই সব লেখাগুলি কে একবারে বড় হাতের করে নিতে পারি, আবার চাইলে সব লেখাগুলিকে একবারে ছোট হাতে করে নিতে পারি, আবার চাইলেও আমরা শুধু প্রথম অক্ষরটি বড় হাতের রেখে বাকিগুলো সব ছোট হাতের করে নিতে পারি, এবং চাইলেই আমরা সমস্ত ডকুমেন্টস এর প্রতিটা ওয়ার্ড এর প্রথম অক্ষরটিকে বড় হাতের রাখতে পারি ।

A)How To Apply Change Case On Your Office Word Document ?

=> Change Case করার করার জন্য সবার প্রথম আমাদের ডকুমেন্ট টির লেখাগুলিকে সিলেক্ট করতে হবে,

এরপর, Home Menu তে ক্লিক করবো,

এরপর, Change Case Option টির মধ্যে ক্লিক করব,

basic computer knowledge cource/change case

এরপর, আমরা লেখাটিকে কিরকম স্টাইলে দেখতে চাইছি, সেটা সিলেক্ট করে নিয়ে Ok করতে হবে ।

P)How To Apply Bullet And Numbering In Your Office Word ??

=> Bullet And Numbering করার জন্য আমরা সবার প্রথম Home Menu তে ক্লিক করবো ।

Next, আমাদেরকে Bullet And Numbering অপসনে ক্লিক করতে হবে,

এরপর, যদি আমরা ডকুমেন্টস এর লেখার মাঝে Bullet ব্যবহার করতে চাই সে ক্ষেত্রে Bullet অপশনে ক্লিক করব, এবং যদি আমরা লেখার মধ্যেখানে নাম্বার নিয়ে আসতে চাই অর্থাৎ সিরিয়াল নাম্বার তাহলে সেক্ষেত্রে আমাদেরকে Numbering করতে হবে ।

এছাড়াও Bullet And Numbering করার একটি সহজ পদ্ধতি হলো ALT+O+N প্রেস করতে হবে ।

Q)How To Break Your Office Word Document ?

=> আমরা একটি অফিস ওয়ার্ড পেজের ডকুমেন্টসকে যদি দুই ভাগে ভাগ করি অর্থাৎ একটি টেক্সট বই যেরকম ভাবে থাকে এই সাইডে এবং ওই সাইডে দুই রকম ভাবে থাকে , ঠিক তেমনি এই ডকুমেন্টস কে দুই রকম ভাবে ভাগ করার জন্য আমাদেরকে পেজটিকে Break করতে হয়, এখন জানবো ব্রেক কিভাবে করে ,

সবার প্রথম,Format Menu তে ক্লিক করতে হবে,

এরপর, Columns অপশন এ ক্লিক করব ,

এরপর, আমাদের সামনে একটি ট্যাব চলে আসবে যেটার মধ্যে আমাদেরকে আমরা পেজটিতে কি রকম ব্রেক লাগাতে চাইছি সেগুলো শো করবে যে কোন একটাকে আমাদেরকে তখন চয়েস করতে হবে এবং সেটি কটি কলমের হবে সেটা সিলেক্ট করে ওকে করতে হবে।

Conclusion

This post is about the free training of computer diploma cource and from this post you know basic computer knoledge in microsoft office word like uses office word, copy paste, save as, find word and replace, print,page border, bullect and numbering, change case,break your document.

Diploma Cource আগের পোস্ট টি দেখার জন্য এখানে click করুন

NEXT POST : CLICK HERE

এই সমস্ত পোস্ট এর PRACTICAL VIDEO পাওয়ার জন্য আমাদের YOUTUBE CHANNEL টি SUBSCRIBE করুন :- SUBSCRIBE NOW

One thought on “Basic Computer Knowledge Course Dca Chapter 2 Microsoft Office Word

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *